চাঁদপুরে সয়াবিন তেলের উপর যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। ১০ মে মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা শহরের প্রধান পাইকারী বাজার পুরাণবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সয়বিন তেল বিক্রি না করে অবৈধ মজুদ, তেলের বোতলের গায়ের বিক্রয়মূল্য মুছে ফেলা স্পষ্টভাবে ভোক্তার সাথে প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়িকে ৩৫ হাজার টাকা জরিমানা ও ১৪ লিটার তেল জব্দ করা হয়েছে।
একই সময় মেসার্স সুভাষ পোদ্দার প্রতিষ্ঠানে অভিযান করলেও সেখানে কোন অনিয়ম না পাওয়ায় তাকে সরকারের নির্দেশনা মেনে স্থানীয় ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেয়া হয়।
চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের নেতৃত্বে বাজার তদারকিমূলক এ যৌথ অভিযান পরিচালিত হয়। পাশাপাশি বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক বেঙ্গল ট্রেডার্সকে ৩০ হাজার ও জয়দেব সাহা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, পাইকারী এই বাজারে কমপক্ষে ২০ থেকে ২৫ জন ফাস্ট পার্টি ব্যবসায়ি রয়েছে। উপস্থিত ব্যবসায়ীদেরকে পণ্যের অবৈধ মজুতদারি এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১০ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur