চাঁদপুর জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের মিজি বাড়ি সংলগ্ন এলাকায় একটি জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) রাত পৌনে ১ টার দিকে আগুনের সূত্রপাত হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি ফায়ার সার্ভিসের কাছাকাছি থাখায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়েছে, ফায়ার সার্ভিস উত্তর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তেলের দোকানের মালিকের নাম মিজনুর রহমান বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। স্থানীয় ক’জন মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানিয়েছেন, আগুনটি তেলের দোকানে হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে এবং লেলিহান শিখা অনেকে উপরে উঠায় বিদু্্যৎ সংযোগে লেগে গেছে।
প্রত্যক্ষদর্শী আরেকটি সূত্র জানিয়েছে, জ্বালানী তেলের ভাউচার থেকে আগুনে সূত্রপাত হয়।
চাঁদপুর টাইমসের প্রতিনিধিরা মুঠোফোনে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীদের বরাত দিয়ে রাত ১ টা ৩৩ মিনিটে জানিয়েছেন, আগুন তেলের থেকে সূত্রপাত্র হওয়ায় ফায়ার সার্ভিসের পানির সাথে তেলের আঁচ লেগে যাচ্ছে আর আগুন বৃদ্ধি পাচ্ছে ।
সবশেষ খবরে আগুন নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি, চাঁদপুর জেলা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আশেপাশে কয়েকটি গ্যাস লাইন ও সংযোগ থাকায় আগুন আরো বেশি ছড়িয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।
এ সংক্রান্ত পরের প্রতিবেদনগুলো..
* তেলের সাথে আগুন ছড়িয়ে পড়ছে পানিতে : অকেজো ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
চাঁদপুর টাইমস নিউজ এডিটর ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:১৫ এএম, ১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ