শাহরাস্তিতে পিকআপ যোগে ৮টি তেলের ড্রাম চুরি

চাঁদপুরের শাহরাস্তিতে মহাসড়কের পাশে যোগে অভিনব চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই রাতে কালিয়াপাড়া বাজারে মেসার্স রফিক ট্রেডার্সের সামনে পিকআপ থামিয়ে সেখানে থাকা ৮টি সয়াবিন তেলের ড্রাম উঠিয়ে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের সময় চাঁদপুর হতে কুমিল্লা অভিমুখী একটি পিকআপ মেসার্স রফিক ট্রেডার্সের সামনে থামে। অল্প কয়েক মিনিটে ৩জন লোক ওই দোকানের সামনে পলিথিন দিয়ে ঢাকা ও রশি বাঁধা ১৮৫ কেজির ৮টি তেলের ড্রাম পিকআপে উঠিয়ে কুমিল্লার দিকে নিয়ে যায়।

এ ব্যপারে শনিবার মেসার্স রফিক ট্রেডার্সের মালিক রফিকুল ইসলামের পুত্র মোঃ সাদ্দাম হোসেন শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ ব্যপারে মোঃ সাদ্দাম হোসেন জানান, চোরেরা অভিনব কায়দায় অল্প কয়েক মিনিটে ৮টি তেলের ড্রাম গাড়িতে তুলে নিয়ে গেছে। কালিয়াপাড়া মহাসড়কের পাশে পৌরসভার গুরুত্বপূর্ণ বাজার হলেও এখানে কোন নৈশ প্রহরি নেই।

নিজস্ব প্রতিনিধি

Share