চাঁদপুরে তেলবাহী জাহাজে আগুন, অগ্নিদগ্ধ ৬

চাঁদপুর ডাকাতিয়া নদীতে “এমভি সাদিয়া অনিক “নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এই ঘটনা অন্তত জাহাজের স্টাফ ৬ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর ১ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এরমধ্যে গুরুতর অবস্থায় লস্কর গোলাপ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এছাড়াও রুবেল হোসেন, গিয়াস উদ্দিন, মাকসুদ, জিলানী, মধু মিয়া এরা ৫ জন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে এ ঘটনা ঘটে।খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুর শহরের কয়লা ঘাট এলাকায় জেনারেটর বিস্ফোরণে এম ভি সাদিয়া অনিক নামে তেলবাহী ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কোস্টগার্ডের সদস্যরা। এ ঘটনায় প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

গত শুক্রবার ১ টায় সাড়ে ৭ লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে জাহাজটি চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় অবস্থিত ডাকাতিয়া নদীতীরে পদ্মা ডিপো সংলগ্ন ঘাটে আসে। পরে আজ বিকেলে আনলোড করতে জেনারেটর চালু করলে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে চাঁদপুর ফায়ার উপ সহকারি পরিচালক, স্টেশন সৈয়দ মো: মোরশেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। প্রাথমিকভাবে বুঝা যায় সাদিয়া অনিক নামের তেলবাহী জাহাজটিতে জেনারেটর বিস্ফোরণে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ও কোট গার্ডের সদস্যদের চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণ রয়েছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৭ অক্টোবর ২০২৪

Share