তের বছরের ধর্ষিত মেয়ে : ধর্ষকের ছেলেকে অপহরণ ও খুন করে ভয়ানক প্রতিশোধ
১৩ বছর বয়সী এক মেয়ে একজন ধর্ষক দ্বারা ধর্ষিত হয়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলে। নিজের সর্বস্ব হারানোর পর সেই মেয়ে উপায় খুঁজতে আরম্ভ করে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। আর যখন তার সামনে সেই সুযোগ আসে তখন সেই সুযোগ কাজে লাগিয়ে মধুর প্রতিশোধ নেই ধর্ষকের ছেলেকে অপহরনের পর খুন করে। ঘটনা উত্তর ভারতের খাইর প্রদেশের। খবর ডেইলি এক্সপ্রেসের।
খবরে বলা হয়, উত্তর ভারতের খাইর প্রদেশের একটি গ্রামের ১৩ বছর বয়সী এক ধর্ষিত মেয়ে তার ধর্ষকের ছেলেকে অপহরণ করে খুন করে পলিথিনের ভিতর করে ফেলে রাখে । অপহরনের কয়েকদিন পর সেই নিখোঁজ ছেলেকে একটি পলিথিনের ভিতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
ওই মেয়ের দেওয়া বিবৃতি অনুসারে, সে গত রোববার ধর্ষিত হয়। সেই গ্রামের কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের কয়েকদিন পর ধর্ষকের এক ছেলেকে ওই মেয়ে তুলে নিয়ে যায় যখন সে খেলতে থাকে। পরে প্রতিশোধ হিসেবে অপহৃত ছেলেকে সেই মেয়ে খুন করে।
স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমরা এই দুই বিষয় নিয়ে দেখছি।’
সেখানের সার্কেল অফিসার সিপি সিং বলেন, ১৩ বছরের মেয়েকে ধর্ষণ ও এক ছেলেকে অপহরণ করে খুন এই দুই বিষয় নিয়ে মামলা হয়েছে। এই দুই মামলার বিষয়ে সঠিক তদন্ত হবে।’
পুলিশ আরও জানায়, সেই মেয়ের মা অসুস্থ ও বাবা একজন শ্রমিক। তার পরিবারের অবস্থা খুব খারাপ।
ধর্ষিত ওই মেয়েটি মাদকাসক্ত বলেও স্থানীয় পুলিশ জানায়।
নিউজ ডেস্ক || আপডেট: ১২:৩৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর