তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে বার্ষিক পরীক্ষা শুরু
অন্যান্য জেলা-উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় কচুয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শান্তিপূর্ণ পরিবেশে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সম্পূর্ণ অবাধ ও নকল মুক্ত পরিবেশে রবিবার সকালে ওই বিদ্যালয় প্লে থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত পৃথকভাবে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করে। পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষায় শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশে অংশগ্রহন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুকের তত্ত্ববাধনে ২০১৪ সাল থেকে অজোপাড়াগায়ে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির সুনামের সাথে পরিচালক হিসেবে পরিচালনা করছেন মো: মহসীন প্রধান, মুফতি মাসুম বিল্লাহ মাদানী, লিটন প্রধান, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম প্রধান সহ আরো অনেকে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সাকিব আল হাসান জুয়েল বলেন, গত বছরের ন্যায় এবারো আমরা শিক্ষার্থীদের মেধা যাচাই ও সামাগ্রিক ভাবে শিক্ষাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকারি বিধি মোতাবেক পরীক্ষা কার্যক্রম শুরু করেছি ।
বিশেষ করে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ ও অভিভাকদের ব্যাপক আগ্রহের মাধ্যমে আমরা এ পরীক্ষাগুলো পরিচালনা করছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের সুনাম ও ভালো ফলাফল ধরে রাখতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ ডিসেম্বর ২০২৫