তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতন দ্বিতীয় বার্ষিক ফলাফল ঘোষণা
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে ২০২৫ সালের প্লে-পঞ্চম শ্রেণীর দ্বিতীয় বার্ষিকী পরীক্ষার ফলাফল ঘোষনা ও গুণগত শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কচুয়া সদর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তরে মনোরম পরিবেশে অবস্থিত ২০১০ সালে প্রতিষ্ঠিত তেগুরিয়া শিশু বিদ্যা প্রতিষ্ঠানটি। দ্বীনি ও সু-শিক্ষার পাশাপাশি এই প্রতিষ্ঠানে শিক্ষক ও পরিচালনা পর্ষদের আন্তরিক প্রচেষ্টায় লেখাপড়ার পাশাপাশি শিক্ষা সংস্কৃতিতেও বেশ এগিয়ে রয়েছে বলে মনে করছেন এলাকার সুশীল সমাজ।
বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক, পরিচালক সদস্য মহসীন প্রধান, লিটন প্রধান, মুফতি মাসুম বিল্লাহ মাদানী, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, বিদ্যালয়ের সভাপতি মো. মোতালেব মোল্লা, সিনিয়র শিক্ষক সাবিক আল হাসান জুয়েল ও দক্ষ পরিচালনা কমিটির তত্ত্বাবধানে পরিচালিত এ শিশু বিদ্যা প্রতিষ্ঠানটি কচুয়া উপজেলা পর্যায়ে ফলাফল ও উপজেলা কিন্ডার্গার্ডেন এ্যাসোসিয়েশন থেকে সর্বোচ্চ মেধা বৃত্তিতে চমক সৃষ্টি করেছে। মনোরম পরিবেশে নানান কারনে বিদ্যালয়টিতে প্রতিনিয়ত শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারনায় সুশিক্ষার মাধ্যমে বিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মোতালেব এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সাকিব আল হাসান জুয়েল এর পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক।
বক্তব্য রাখেন, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, বিদ্যালয়ের অভিভাবক জাহাঙ্গীর সরকার, অলিউল্লাহ ও দুলাল প্রধান সহ আরো অনেকে।
পরে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে ফলাফল কাড তুলে দেওয়া হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ সেপ্টেম্বর ২০২৫