Home / উপজেলা সংবাদ / কচুয়া / তেগুরিয়া ওবায়েদুল হক উবির সহকারী শিক্ষক মারা গেছেন
ওবায়েদুল

তেগুরিয়া ওবায়েদুল হক উবির সহকারী শিক্ষক মারা গেছেন

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক আর বেচেঁ নেই (ইন্নালি…রাজিউন)। তিনি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কচুয়ার নিজ বাসায় মারা যান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার ৭টার দিকে তার নিজ বাড়ি উপজেলার সফিবাদ গ্রাম থেকে মসজিদে মুসল্লিদের ইফতার করিয়ে কচুয়ায় বাসায় ফেরার পথে দোয়াটি সরকার বাড়ির সামনে সিএনজি থেকে মোবাইলে কথা বলতে গিয়ে আকস্মিক ভাবে মাথা ঘুরে পরে যায়। এসময় তার মাথা,হাটু ও হাতে ফুলা জখম হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে কচুয়ার বাসায় বৃহস্পতিবার দুপুরে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আসর জানাযা শেষে মরহুমের লাশ সফিবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কর্মস্থল তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,কর্মচারী,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মরহুমের মৃত্যুতে তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের পাটওয়ারী,সহাকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ সহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ শোকহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ মার্চ ২০২৫