Home / আন্তর্জাতিক / তুরস্কে ঘনকুয়াশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০
সড়ক

তুরস্কে ঘনকুয়াশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার ঘনকুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, ইস্তাম্বুল থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরে সাকারিয়া প্রদেশের উত্তর মারমারা হাইওয়েতে ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় সড়কে কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় পরপর সাতটি গাড়ি একটির সঙ্গে অন্যটি ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে সাকারিয়ার গভর্নর ইয়াসার কারাদেনিজ বলেছেন, দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রথমে একটি গাড়ি অপর একটি ট্রাকে ধাক্কা দিলে অন্যান্য দুর্ঘটনার সূত্রপাত হয়। দুর্ঘটনার শিকার গাড়িগুলোর মধ্যে তিনটি আন্তঃনগর বাস রয়েছে।

মৃতদের বিষয়ে কারাদেনিজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষের বিশ্বাস, গাড়ি থেকে নামার সময় অপর একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন কয়েকজন যাত্রী। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও জরুরি পরিষেবা কর্মীরা। তাদের ধ্বংসাবশেষ পরিষ্কার করতে দেখা গেছে।

টাইমস ডেস্ক/ ২৮ ডিসেম্বর ২০২৩