Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলের ওপর হামলার অভিযোগ
তুচ্ছ

কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলের ওপর হামলার অভিযোগ

চাঁদপুরের কচুয়া উপজেলার চৌমুহনী গ্রামে রাস্তা সংলগ্ন নতুন বাড়িতে গাছের সবজি পাড়াকে কেন্দ্র করে শিশু নাজমুল হোসেন ও বাবা আলমগীর হোসেনকে মারধর ও বাড়িঘরে হামলা করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হামলার শিকার কিশোর নাজমুলের মা নাজমা বেগম বাদী হয়ে একই এলাকার প্রতিবেশী আলমগীর হোসেনসহ ৫জনের নাম উল্লেখ ও ৬/৭জনকে অজ্ঞাত আসামি করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে কচুয়া থানার এসআই মো. মহসিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাদী নাজমা বেগম জানান, প্রতিপক্ষ আলমগীর,আছমা,রাহুল সহ অন্যান্য আসামীরা বিভিন্ন সময় তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা ও মারধরের চেষ্টা করে আসছে। ঘটনার দিন প্রতিপক্ষরা সবজি পাড়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেকে মারধরসহ বাড়িতে এসে আমার স্বামী আলমগীর হোসেনের উপর হামলা চালায়।

এক পর্যায়ে তাদের বাধা দিলে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে শারিরিক লাঞ্চিত করে এবং নগদ লক্ষাধিক টাকা ও স্বর্নালঙ্কারসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় বলে তিনি দাবি করেন। তবে অভিযোগ টাকা নেয়ার বিষয়ে অস্বীকার করে আছমা বেগম বলেন, মারধর করা হয়নি। তাদের সাথে বাকবিতন্ডা হয়েছে।

কচুয়া প্রতিনিধি