Home / উপজেলা সংবাদ / কচুয়া / তীব্র যানজটে নাকাল কচুয়ার রহিমানগরবাসী
যানজটে

তীব্র যানজটে নাকাল কচুয়ার রহিমানগরবাসী

প্রতিনিয়ত তীব্র যানজটে নাকাল চাঁদপুরের কচুয়ার রহিমানরগবাসী। প্রতিযোগিতা মূলক গাড়ি চলাচলের কারনে সীমাহীন ভোগান্তির শিকার হন যাত্রীসহ এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, কচুয়া-কালিয়াপাড়া সড়কের রহিমানগর বাজার অংশে সুরমাসহ কুমিল্লা, চাঁদপুর ও ঢাকাগামী বাস, সিএনজি অটোরিকশা চলাচল করে থাকে। বিশেষ করে বাজারের ২পাশে ফুটপাতের দোকান বসায় এবং দুদিক থেকে সুশৃঙ্খল ভাবে গাড়ী চলাচল না করায় এ সড়কে সীমাহীন যানজটে অসহনীয় ভোগান্তির শিকার এলাকাবাসী।

রহিমানগর এলাকার বাসিন্দা মারুফ হোসেন বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যাওয়ার উদ্দেশে সকাল সাড়ে ৯টায় বাসা থেকে বের হই। এ সময় রহিমানগর মধ্য বাজার এলাকায় তীব্র যানজটের ধকল সইতে হয়েছে। ৩ মিনিটের পথ বাজার পেড়োতে সময় লেগেছে আধা ঘন্টা।

যানজট আর জলজট নতুন কোনো সমস্যা নয় এ এলাকাবাসীর কাছে। তবে দিনে দিনে এ সমস্যা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটু বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি আর সড়কের অসহনীয় যানজট এখন মানুষের দুশ্চিন্তার অন্যতম কারণ।

বছরের পর বছর সড়কে গাড়ি বাড়ছে কিন্তু সড়ক কতটুকু বাড়ছে? তাই তো এই ভোগান্তি। কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা জানা নেই। এ সড়কে গাড়ি চালানোই কষ্টসাধ্য হয়ে পড়বে। বিআরটিসির বাসের যাত্রী ইমরান হেসেন বলেন, এমনিতেই তীব্র যানজট। এদিকে প্রতিনিয়ত রহিমানগর বাজারের জানযট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগী যাত্রী ও এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ মে ২০২৫