বেশ কিছুদিন ধরে দেশে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। আরও কিছুদিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উদ্ভুত পরিস্থিতিতে চাঁদপুরের কচুয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। প্রচন্ড গরম উপেক্ষা করে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যানের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেশি হচ্ছে।
গরম আবহাওয়ার মধ্যেও জাতীয় পর্যায়ে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমে অংশ নিতেও হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষক ও অভিভাবকদেরও গরমে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ অবস্থায় গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ছুটি অথবা ক্লাস কার্যক্রমের সময় কমিয়ে আনার পাশাপাশি মর্নিংক্লাসের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।
শিক্ষার্থীরা বলছেন, প্রচন্ড গরমে আমরা নিয়মিতভাবে ক্লাস করতে হিমশিম খাচ্ছি। একদিকে লোডশেডিং অপরদিকে গরম, ফলে শ্রেণিকক্ষে পাঠদানে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই মর্নিং ক্লাসের দাবি জানান তারা।
শিক্ষকরা বলছেন, তীব্র তাপদেহের কারণে কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। ফলে শিক্ষার্থীরা গরমে কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে। মর্নিং ক্লাস হলেই অনেকটাই গরমের তীব্র তাপদাহ থেকে রক্ষা হবে বলেও জানান তারা।
তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম জানান, প্রচুর তাপদাহের কারণে বিভিন্ন শাখার শিক্ষার্থীদেরই গরমে খুব কষ্ট হচ্ছে।এমনকি অনেক প্রতিষ্ঠানে স্বাভাবিক আলো-বাতাসও পৌঁছায় না। আবার কোনো কোনো স্কুলের ক্লাসে জানালায় পর্দা না থাকায় সূর্যের তাপে বসেই ক্লাস করতে হয়। ঘনঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তিও বেড়েছে। শিক্ষার্থীদের কষ্ট লাগবে মর্নিং ক্লাস চালু হলে অনেকটাই দুর্ভোগ কমে আসবে বলো জানান তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur