শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯।
স্থানীয় সময় শনিবার ভোর ৬টা ৩৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের নাইংচি এলাকায়। এটি ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের কাছেই অবস্থিত।
চীনের আর্থকুয়াক নেটওয়ার্ক সেন্টারের (সিইএনসি) বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।
ভোরের ওই ভূমিকম্পের পর পরই সকাল ৮টা ৩১ মিনিটে তিব্বতে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার গভীরে উৎপন্ন ভূমিকম্পটি পাঁচ মাত্রার ছিল। তবে সেটির কেন্দ্রস্থল নিশ্চিত হওয়া যায়নি।
এখন পর্যন্ত ভূমিকম্প দুটিতে ক্ষয়ক্ষতির পরিমাণের হিসাব মেলেনি।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১২ : ১৫ পিএম, ১৮ নভেম্বর, ২০১৭ শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur