Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড
প্রতিষ্ঠানকে

তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিভিন্ন নীতি অবমাননা করায় তিন ব্যবস্থা প্রতিষ্ঠানকে অর্থদন্ড ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল এমরান খান।

মঙ্গলবার (৬ জুন) উপজেলার বিভিন্ন হাটবাজারে তিনি অভিযান চালান। এসময় আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনা করে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রন) আইন ২০১৩’ এর ধারা ৪ মোতাবেক নিবন্ধন না থাকায় স্কাই এয়ার ট্রভেলস কে ৫ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক কর্ণফুলী সুইটসকে ২০ হাজার টাকা ও মেডিক্যাল প্র্যাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ অনুসারে নিউ হেলথ কেয়ার ডায়াগণষ্টিক সেন্টার এন্ড কলসালটেন্ট সেন্টারকে ৫ হাজার টাকা সহ তিন প্রতিতষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দন্ড অনুসারে স্ব স্ব প্রতিষ্ঠান দন্ড পরিশোধ করেন।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল,৭ জুন ২০২৩