চাঁদপুর

তিন তলা থেকে পড়া অগ্নিদদ্ধ গৃহবধূর লাশ হস্তান্তর

চাঁদপুরে পারিবারিক কলহের জের ধরে ‘গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে ৩ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে স্বপ্না (৩২) নামের গৃহবধূর লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর মডেল থানার এস আই নুর মিয়া জানান, শনিবার (২০ জানুয়ারি) দুপুরে গৃহবধূ স্বপ্নার লাশের ময়না তদন্ত শেষে তার নিহতের বড় ভাই মো. আনোয়ার হোসেনর কাছে হস্তান্তর করা হয়।

চাঁদপুর সরকারি হাসপাতাল সংলগ্ন স্টাফ কোয়াটারের ৩ তলা ভবনের ছাদ পড়ে অগ্নিদগ্ধ অবস্থায় স্বপ্না বেগমের মৃত্যু হয়।
নিহতের স্বামী সরকারি হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মনির হোসেন এ মৃত্যুর ঘটনা পুলিশকে না জানিয়ে এবং পোস্টমর্টেম ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফন করতে যাওয়ায় এ নিয়ে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয়রা এ মৃত্যুতে রহস্যজনক বলে স্বামীকে অভিযুক্ত করেছেন। তারই প্রেক্ষিতে ওইদিন চাঁদপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশের সুরুতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায় এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ

Share