লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ধরা পড়েছে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের বিশালাকৃতির এই রাজা ইলিশ। ভালো দাম পাওয়ার আশায় ইলিশটি নিয়ে আসা হয় চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে। যেখানে মাছটির দাম উঠেছে ১৬ হাজার টাকা!
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বড়স্টেশনের শান্তি ফিস নামের একটি মাছের আড়তে ইলিশটি ১৬ হাজার টাকায় বিক্রি হয়। এতে প্রতি কেজির দাম পড়ে ৫ হাজার ৫১৭ টাকা।
শাহ আলম নামের এক মাছ ব্যবসায়ী ইলিশটি কিনেছেন। মূলত, ঢাকায় নিয়ে আরও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রাজা ইলিশটি কিনেছেন তিনি।
জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতির মাছ ব্যবসায়ী জুয়েল মিয়া ইলিশটি চাঁদপুরে নিয়ে আসেন। তিনি জানান, মঙ্গলবার ভোরে এক জেলের কাছ থেকে ১২ হাজার টাকায় মাছটি কেনেন।
সেই জেলেসহ আরও কয়েকজন মিলে মেঘনা নদীতে জাল ফেললে বড় আকারের এই ইলিশটিসহ আরও কিছু ইলিশ ধরা পড়ে। চলতি মৌসুমে এটি একক ইলিশ হিসেবে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া মাছ।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৯ জুলাই ২০২৫
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur