চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ দিনে অনলাইনের মাধ্যমে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯জন।
রবিবার (২১ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার বশির আহমেদ। তিনি বলেন, এই তিন উপজেলায় ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে জমা হয়েছে।
জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, চাঁদপুর সদরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. রাকিব মাঝি, মিজানুর রহমান, , মো. হুমায়ুন কবির, মো. আইয়ুব আলী ও মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান। ভাইস চেয়ারম্যান পদে আবুল বারাকাত মো. রেজওয়ান, মো. নুরুল হায়দার, মো. হারুনুর রশিদ হাওলাদার ও মো. মাইনুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা ও শিপ্রা দাস।
হাজীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-মো. আবু সুফিয়ান মজুমদার, মোহাম্মদ হেলাল উদ্দিন, মো. জসিম, গাজী মাঈনুদ্দিন, মো. এরশাদ হোসাইন। ভাইস চেয়ারম্যান পদে সুমন, গোলাম ফারুক মুরাদ, মো. মাসুদ ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবি বেগম, রাবেয়া আক্তার ও মির্জা শিউলি পারভীন।
শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-মো. ওমর ফারুক, মো. কামরুজ্জামান মিন্টু, মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারী, মো. মাসুদ আলম ও মোহাম্মদ ওমর ফারুক। ভাইস চেয়ারম্যান পদে মো. ইব্রাহীম খলিল, তোফায়েল আহমেদ ইরান, মো. ইমদাদুল হক, মো. নুর আলম, মো. ওমর ফারুক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার, হাছিনা আক্তার, কামরুন্নাহার ও হনুফা আক্তার।
আগামী ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পর্যায়ক্রমে ৩টি উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে। মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে রির্টানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের সময়সীমা ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল। প্রতীত বরাদ্দ ২ মে এবং ভোটগ্রহণ ২১ মে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২১ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur