সারাদেশ

তিতুমীর কলেজের সামনের রাস্তায় হঠাৎ তাণ্ডব : গাড়ি ভাংচুর

‎Monday, ‎06 ‎July, ‎2015  3:45:49 PM

নিউজ ডেস্ক:

ঢাকার মহাখালী এলাকায় তিতুমীর কলেজের সামনের রাস্তায় হঠাৎ তাণ্ডব চালিয়েছে একদল তরুণ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই প্রেক্ষাপটে মহাখালী আমতলা থেকে গুলশান-১ নম্বর সার্কেলগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার বেলা আড়াইটার দিকে একদল যুবককে লাঠিসোটা হাতে তিতুমীরের ফটক থেকে উল্টো দিকের গলিতে ঢুকতে দেখা যায়।

ভিডিওটির নিচে প্রতিবেদনের বাকি অংশ

কয়েক মিনিট পর অর্ধশতাধিক তরুণ মূল সড়কে এসে নির্বিচারে গাড়ি ভাংচুর শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় রাস্তায় থাকা অন্তত ৩০টি গাড়ি ভাংচুরের শিকার হয়। সড়কে থাকা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক।

তবে হামলাকারীরা কলেজের ছাত্র কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মুশতাক আহমেদ খান বলেন, “কী কারণে ঘটেনা ঘটেছে, তা আমরা জানার চেষ্টা করছি।”

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানান তিনি। তথ্যসূত্র- বিডিনিউজ

চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share