Home / শিক্ষাঙ্গন / তাসনিয়া হোসেন দ্রুতি’র জিপিএ-৫ অর্জন
druty

তাসনিয়া হোসেন দ্রুতি’র জিপিএ-৫ অর্জন

তাসনিয়া হোসেন দ্রুতি’র জিপিএ-৫ অর্জন । সে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার বাবা বর্তমানে
মাধ্যমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ও ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেন এবং মা মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার । এ দম্পতির জ্যেষ্ঠ কন্যা তাসনিয়া হোসেন দ্রুতি। দ্রুতি বাংলাদেশ স্কাউট চাঁদপুরের একজন রাস্টপতি এ্যায়ার্ড প্রাপ্ত ।

দ্রুতি ভবিষ্যতে প্রশাসন ক্যাডারে সম্পৃক্ত হতে চায়। শিক্ষক দম্পতি তাদের কন্যা ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে যাতে দেশ ও দশের কল্যাণে অবদান রাখতে পারে সে জন্যে সকলের নিকট দোয়া কামনা করেন।

করেসপন্ডেন্ট , ২ জুন ২০২০