তারেক রহমান মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে গণসংযোগ ও পথসভা করে। গণসংযোগ ও পথসভায় ছিল মানুষের ঢল, উৎসাহ আর উচ্ছ্বাসের দৃশ্য।
একাধিক পথসভায় চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনাদের সামনে হাজির হয়েছি ধানের শীষের ভোট চাইতে। আপনাদের কাছে ধানের শীষের ভোট চাই এবং আপনাদের কাছে অনুরোধ করবো আশপাশের সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলবেন। আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে চরভৈরবীর উন্নয়ন হবে। সেই উন্নয়ন আপনাদের সাথে আলোচনা করে উন্নয়নমূৱক কাজ করা হবে।
তিনি আরো বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদের ইচ্ছামতো রাজনৈতিক দল ও সরকার কাজ করবে। তারেক রহমান মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। এর মাধ্যমে মহিলাদের সাবলম্বী করা হবে। চাঁদপুর-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও বঞ্চনার মধ্য দিয়ে দিন পার করছে। জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি সংসদে গিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখবেন।
তিনি বলেন, ধানের শীষ মানেই গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মুক্তির প্রতীক। জনগণের সমর্থন ও ভালোবাসাকেই তিনি তার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।
কর্মসূচীর শুরুতে সকাল ৯টায় চরভৈরবী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের পাঠান মোড় পথসভার মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের পাড়াবগুলা মেম্বার দাদন প্রধানিয়ার বাড়িতে উঠান বৈঠক, একই ওয়ার্ডের দক্ষিণ পাড়াবগুলা গণসংযোগ, সকাল পৌনে ১০টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে খুইশ্যার মোড়ে ধানের শীষের পথসভা, সকাল ১০টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জালিয়ারচর হাওলাদর কান্দি চকিদার বাড়িতে উঠান বৈঠক, একই ওয়ার্ডের শহরআলী মোড় গণসংযোগ, সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমিন উদ্দিন বেপারী বাড়িতে উঠান বৈঠক, সকাল পৌনে ১১টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে উঠান বৈঠক, বিকেল ৩টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জাহিদুল ইসলাম বিপ্লবের বাড়িতে উঠান বৈঠক, বিকেল সাড়ে ৩টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়াবগুলা পথসভায়, বিকেল ৪টায় একই ওয়ার্ডের হাওলাদার কান্দি নাজমুল হাওলাদারের বাড়িতে উঠান বৈঠক, বিকেল সোয়া ৪টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মুকবুল নেপালের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক পুরো ইউনিয়ন গণসংযোগ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস মেহনতি, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জোবায়ের শিমুল চোকদার, মেম্বার দাদন প্রধানিয়া, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিতু হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ভুট্টো কাজীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার/
২৭ জানুয়ারি ২০২৬