‘তারেক রহমানের আগমন বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে’
চাঁদপুর পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, আগামী ২৫ ডিসেম্বর আমাদের প্রাণের নেতা, দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে আসছেন। স্বৈরাচারী আওয়ামী লীগ দীর্ঘকাল ধরে জনগণকে তার কাছ থেকে দূরে রেখেছে। তার আগমন দেশের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমরা প্রস্তুতি নিশ্চিত করতে এখানে একত্রিত হয়েছি।
তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের আগমন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা করবে। আমাদের সকল নেতাকর্মীকে তার সফরের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করতে হবে। জনগণকে সচেতন করতে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে জেলা ও পৌর বিএনপির একতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, পৌর বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ অবস্থান দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভার মূল উদ্দেশ্য হলো পৌর বিএনপির প্রতিটি ইউনিটকে একত্রিত করা, কর্মপরিকল্পনা চূড়ান্ত করা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
চাঁদপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদের পরিচালনায় সভায় বক্তৃতা করেন জেলা বিএনপি সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী এবং সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ।
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আহসান উল্লাহ সেন্টু পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমান আলী মিয়াজী, সাংগঠনিক সম্পাদক শাহাজালাল শেখসহ পৌর বিএনপির অন্তর্ভুক্ত ১৫টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। এছাড়াও যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট/
১৮ ডিসেম্বর ২০২৫