চাঁদপুর

তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চাঁদপুরে ছাত্রদলের বিক্ষোভ

সুনামগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে বুধবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর সদর উপজেলা ছাত্রদল।

একটি ইউটিউব চ্যানেলে প্রচার হওয়া তারেক রহমানের বক্তব্যের জেরে গত সোমবার ওই মামলা হয়। মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও দেশনায়ক তারেক রহমানসহ ২৫ জনকে আসামি করা হয়।

এদিন শহরের নতুনবাজার মুনিরা ভবন সামনের সড়ক থেকে উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাতে বাধা দেয়। তখন ওসিকে অনুরোধ করে এই বাধা ডিঙিয়ে তারা দলীয় কার্যালয়ে যায় এবং প্রতিবাদ সভা করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে এলাকা কম্পিত হয়ে ওঠে।

প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ মোঃ হাবিব। সদস্যসচিব জিসান আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন, বাহাদুর, সোহাগ, আলামিন, বাপ্পি,আহবায়ক কমিটির সদস্য আরজু ফুটন ও মমিন। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

প্রতিবেদক:আশিক বিন রহিম,২৪ মার্চ ২০২১

Share