আশিক বিন রহিম | আপডেট: ১১:২৪ অপরাহ্ণ, ০৩ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার
চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল গাজী বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার মাঝি, মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, অ্যাডঃ হারুনুর রশিদ, খলিলুর রহমান গাজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাড. মিজানুর রহমান।
জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাসুদ মাঝির পরিচালনায় অন্যন্যর মধ্যে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী ঢালী, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোফাজ্জ্বল হোসেন চান্দু, শ্রমিক দল নেতা নজরুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা শামছুল আরেফিন, জুলহাস আহমেদ জুয়েল, ইসমাইল হোসেন, রাজীব দাস প্রমুখ।
সভায় বক্তরা তাদের বক্তব্যে বলেন, কাছের মানুষকে যতই দূরে রাখা হোক, সে ততোবেশি আপন হয়। তারেক রহমানকে বতর্মান সরকার যতই দূরে রাখুক না কেন, এ দেশের মানুষের মাঝ থেকে কখনই তারেক রহমানকে দূরে রাখতে পারবে না। বর্তমান সরকার মেধাবী ছাত্রদল নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে রেখেছে। তারা তারুণ্যকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করছে। কিন্তু এর ফল ভালো হবে না।
বক্তারা আরো বলেন, আমাদের জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিককে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন। আমরা তার মুক্তি কামনা করছি। আইনি লড়াই ও আন্দোলনের মাধ্যমে তাকে আমরা মুক্ত করবো।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫