Home / চাঁদপুর / তারেক রহমানের কারাবরণ দিবসে চাঁদপুরে আলোচনাসভা
তারেক রহমানের কারাবরণ দিবসে চাঁদপুরে আলোচনাসভা

তারেক রহমানের কারাবরণ দিবসে চাঁদপুরে আলোচনাসভা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০তম কারাবরণ দিবস উপলক্ষে সোমবার চাঁদপুরে জেলা ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া পরবর্তী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়খ মুনির চৌধুরী, জেলা ছাত্রদল নেতা জুলহাস আহমেদ জুয়েল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমাম এইচ গাজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব সোহেল হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা, কাউছার হোসেন, জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান রণি, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল সভাপতি জিয়াউর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

এর আগে বিএনপির চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

|| আপডেট: ০৮:২০ অপরাহ্ন, ০৭ মার্চ ২০১৬, সোমবার

এমআরআর