তারেক রহমানের আসনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের সমন্বয়কারী রাশেদা বেগম হীরা
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসনে চাঁদপুরের কৃতি সন্তান সাবেক দুবারের মহিলা এমপি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপির উপদেষ্টা আলহাজ্ব রাশেদা বেগম হীরাকে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের সমন্বয়কারী করা হয়েছে।
২৯জানুয়ারী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব:) মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা-১৭ আসনে সকল পোলিং এজেন্টদের এক প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। বিএনপি’র চেয়ারম্যানের অফিস থেকে প্রশিক্ষন টিম অত্র এলাকার ওয়ার্ড সমূহে প্রশিক্ষন প্রদানের জন্য গমণ করবেন। প্রতিটি ওয়ার্ডের সকল এজেন্ট (১০০%) রিজার্ভ সহ একত্রে এক স্থানে প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। ওয়ার্ড সমূহ তাদের নিজ নিজ এলাকার মধ্যে সুবিধাজনক স্থানে এই প্রশিক্ষনের ব্যবস্থা করবেন।
এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য জনাবা রাশেদা বেগম হীরা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, (০১৭১১১-৩৯৮১৮), বিএনপি এর সংঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
গুলশান, বানানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং ওয়ার্ড নং-১৫, ১৮, ১৯, ২০, ৯৫, ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদককে সাবেক এমপি রাশেদা বেগম হীরার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/
৩১ জানুয়ারি ২০২৬