রাজনীতি

তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ছাত্রদলের নিন্দা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানক নিয়ে বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাঞ্চিতভাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য কি করে দেন। দেশের সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন কোনো ব্যক্তি আরেক ব্যক্তির উদ্দেশ্যে এমন মানহানিকর বক্তব্য দেন তখন বুঝতে হবে তাদের কাছে রাষ্ট্রের কারো মান-সম্মানই নিরাপদ নয়।’

বিবৃতিতে বলা হয়, ‘নিম্নশ্রেণির মন-মানসিকতা ও ভাষার প্রয়োগ পরিহার করে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। অন্যথায় কখন আপনি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত স্বৈরশাসকদের কাতারে শামিল হবেন তা নিজেই বুঝতে পারবেন না। শেখ হাসিনার এই বক্তব্য এ দেশের ছাত্রসমাজ প্রত্যাখান করেছে।’

নিউজ ডেস্ক ||আপডেট: ০৪:১৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৫, শনিবার

এমআরআর

Share