সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / তারেক রহমানকে ঘিরে চক্রান্ত চলছে, ফরিদগঞ্জে বিএনপির প্রতিবাদ
তারেক রহমানকে

তারেক রহমানকে ঘিরে চক্রান্ত চলছে, ফরিদগঞ্জে বিএনপির প্রতিবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘অব্যাহত ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার, মব সৃষ্টির অপচেষ্টা’ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নির্দেশে গৃদকালিন্দিয়া বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের খেজুরতলা পর্যন্ত গিয়ে পুনরায় গৃদকালিন্দিয়া বাজারে এসে শেষ হয়।

পরে গৃদকালিন্দিয়া বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মো. মামুন ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক পাটোয়ারী, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান মিলন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, আব্দুল কাদির, প্রবাসী বিএনপি নেতা জিল্লুর রহমান, ইকবাল পাটোয়ারী, বিএনপি নেতা ইয়াছিন মেম্বার, আবুল খায়ের মেম্বার, হোসেন মেম্বার প্রমুখ।

সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন,“আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি প্রতিক্রিয়াশীল চক্র ১/১১-র মতো করে বিএনপিকে নিয়ে চক্রান্ত করছে। তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, বিএনপি নির্বাচনের জন্য মাঠে নেমেছে। ঠিক সেই সময়েই দলের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো শুরু হয়েছে। সাহস থাকলে নির্বাচনে আসেন, জনগণ কাকে চায় তা দেখা যাবে।”

প্রতিবেদক: শিমুল হাছান, ১৫ জুলাই ২০২৫