Home / উপজেলা সংবাদ / কচুয়া / তারুণ্যের দক্ষতা উন্নয়নে কচুয়ায় তথ্য ও প্রযুক্তির সেমিনার
তারুণ্যের

তারুণ্যের দক্ষতা উন্নয়নে কচুয়ায় তথ্য ও প্রযুক্তির সেমিনার

কচুয়ায় তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের আয়োজনে ‘তারুন্যের দক্ষতা উন্নয়নে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর ভুমিকা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী’র সভাপতিত্বে, উপজেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাহবুব আলম।

বক্তব্য রাখেন, জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রোগ্রামার মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার মেজবাহ উদ্দিন, ওসি তদন্ত জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও সাধারন সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ প্রমুখ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩১ মে ২০২৫