দেশের অগ্রগতির সব সম্ভবনার জয়যাত্রার অগ্রণী ভূমিকায় চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাব অবদান রাখছে। ক্লাবটির ২৫ বছরের যাত্রাই বলে দেয় তাদের তারুণ্যের অগ্রগতির কথা। দেশকে মাদকমুক্ত ও আত্মনির্ভরশীল করতে তরুণ্যের বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
গত শুক্রবার বিকেল ৪টায় পুরাণবাজার ডিগ্রি কলেজ মাঠে চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের ২৫তম অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিষেক অনুষ্ঠানের স্মরণিকার মোড়ক উন্মোচন ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের ২০১৯-২০ রোটাবর্ষের সভাপতি প্রশান্ত কুমার সাহা নিশানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ডা. এসএম সহিদ উল্লাহ, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও ২০১৭-১৮ রোটাবর্ষের রোটারী ডিস্টিক্ট রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটা. পিপি সৈয়দ মোহাম্মদ তারেক।
চাঁদপুর রোটারী ক্লাবের যুগ্ম-সম্পাদক ও রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটা. অ্যাড. পলাশ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী জেলা এসিস্টেন্ট গভর্নর রোটা. পিপি মফিজ উদ্দিন, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটা. শেখ মো. মঞ্জুরুল কাদের সোহেল, রোটা. পিপি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, রোটা. ডা. পীষূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাব এর চার্টার প্রেসিডেন্ট রেজওয়ানুর রহমান পাটোয়ারী রিজু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সবার যুদ্ধ করতে হবে। যাতে যুব সমাজ বিপথগামী না হয়। এজন্য চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাব এর সদস্যরা সোচ্চার থেকে তাদের দায়িত্ব পালন করতে হবে। যাতে কোন যুবক কিংবা তরুণ বিপথগামী না হয়। এ ক্লাবের প্রত্যেক সদস্য যদি একজন তরুণকে বিপথগামিতা হতে রক্ষা করতে পারে তাহলেই কেবল তারা সফল হবে।
পরে বিদায়ী সভাপতির অনুভূতি ব্যক্ত করেন রো. অনয় দেবনাথ ধ্রুব, বিদায়ী সচিবের প্রতিবেদন পাঠ করেন রো. অনিক চৌধুরী, ধন্যবাদ জ্ঞাপন করেন নবাগত সচিব রো. বিশ্বজিৎ সাহা। এছাড়া অনুষ্ঠানে মনোজ্ঞ নৃত্য ও কবিতা আবৃত্তি করেন রো. আফসানা আক্তার তন্বী।
এ সময় বাংলাদেশের বিভিন্ন জেলার রোটার্যাক্ট ক্লাবের বিপুলসংখ্যক রোটার্যাক্টর উপস্থিত ছিলেন। সব শেষে র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাব এর ২৫তম অভিষক অনুষ্ঠান শেষ হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, ৩০ নভেম্বর ২০১৯