তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্নকরণ ও র্যালি
চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে খেলার মাঠ পরিস্কার করণ, সচেতনতামূলক কার্যক্রম ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকাল ১০টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। র্যালি পূর্ব আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমাদের আশপাশের সবকিছুই পরিবেশের অংশ, তাই পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, তোমাদের বিদ্যালয় আঙ্গিনা ও ক্লাসরুম তোমাদেরকেই পরিষ্কার রাখতে হবে। আমাদের মাঝে এমন কিছু ধারণা রয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব তো আর আমার নয়, এ ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের ক্যাম্পাস আমাদেরকেই পরিষ্কার রাখতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা অফিসের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বাবুরহাট বাজার এলাকায় সচেতনতামূলক র্যালি এবং বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব
৫ নভেম্বর ২০২৫