চাঁদপুর

তারুণ্যের অগ্রদূত স্কুলের ডাকাতিয়া শাখা উদ্বোধন

বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) চাঁদপুর পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের অগ্রদূত সংগঠন কর্তৃক পরিচালিত “তারুণ্যের অগ্রদূত স্কুল” এর ডাকাতিয়া শাখার উদ্বোধন হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক এর স্টাফ রিপোর্টার মাহবুব রনি, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিলীপ দেবনাথ, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ধ্রæব রাজ বণিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দীপু ধর, উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক তারুণ্যের অগ্রদূত সংগঠনের উপদেষ্টা লায়ন মাহমুদ হাসান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তারুণ্যের অগ্রদূত সংগঠনের সভাপতি ভিভিয়ান ঘোষ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তারুণ্যের অগ্রদূত সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসেন, সমাজকল্যান সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য মালিহা রহমান, জিহাদুল ইসলাম, পারভেজ মজুমদার, নুরুল কাদের, ফাতেমা আক্তার লাবনী, নজরুল ইসলাম, সুব্রত দে, প্রনয় মন্ডল, রাজু দত্ত, শ্রীকান্ত রায়, আবির রায়,সুশান্ত রায়, সুশান্ত সাহা, আকাশ চক্রবর্তী, রূপক সাহা, রাজিয়া সুলতানা, রিংকি আক্তার, বর্ষা আক্তার, তানজিনা তাবাচ্ছুম, অর্পা আহমেদ, প্রশান্ত বণিক, রানা দাস, রাসেল মাহমুদ, মারিয়া রহমান, ইমরান হোসেন, জয় সাহা ।

চাঁদপর শহরের রেলওয়ে স্কেভেঞ্জার্স সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত হবে শিক্ষা কার্যক্রম “তারুণ্যের অগ্রদূত স্কুল-মেঘনা ও ডাকাতিয়া শাখা”, যেখানে সপ্তাহে ২ দিন তাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে এবং বিনামুল্যে খাবার ও শিক্ষা উপকরন দেওয়া হবে। পুরো কার্যক্রমের সার্বিক সহযোগিতা করছে এলজি বাংলাদেশ।

প্রেস বিজ্ঞপ্তি

Share