তারাবির নামায চলাকালিন সময়ে পাড়া মহল্লায় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের আড্ডা দেখলেই টহল পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
এছাড়া রমজানে শহরে সবার নির্বিঘ্ন চলাচল ও যানজটমুক্ত রাখতে আগামি ৭ রমজানের মধ্যে ফুটপাত থেকে সকল স্থাপনা সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা কারো ক্ষতি করতে চাই না। ফুটপাত দখলকারীদের সর্তক করে দিচ্ছি। যারা ফুটপাত দখল করে রেখেছেন তারা আগামী ৭ রমজানের মধ্যে আপনাদের স্থাপনা সরিয়ে নিবেন। যদি কেউ পথচারীদের চলাচলের রাস্তা ইফতার সামগ্রী বিক্রয়ের নামে দখল করে রাখেন। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
২৭ মে শনিবার বিকেলে চাঁদপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশ এর আয়োজনে মাহে রমজান কে স্বাগত জানিয়ে র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সংক্রান্ত আরো পড়ুন-
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৩ : ০০ এএম, ২৮ মে ২০১৭, রোববার
ডিএইচ