তারকাদের নামে অনেকেই ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন। আবার সেসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশিত স্ট্যাটাস দেখে অনেক সংবাদ মাধ্যম খবরও তৈরি করে ফেলে।
এমন ঘটনাই ঘটেছে ঢাকাই ছবির নায়ক আলমগীরের ক্ষেত্রে। বিষয়টি নিয়ে নায়ক আলমগীরের পর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
এ প্রসঙ্গে সমিতির সভাপতি শাকিব খান বলেন, ‘এটা লজ্জাজনক, ফেসবুক পোস্ট থেকে তথ্য নিয়েই নিউজ হতে পারে না। ওই পোস্ট থেকে তথ্য নিয়ে উনার সঙ্গে কথা বলে সুন্দর একটা নিউজ হতে পারত। উনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। অথচ কোনো কথা না বলে একটি ভুয়া অ্যাকাউন্টের পোস্ট দেখে নিউজ করাটা বিব্রতকর। উনার মতো সিনিয়র শিল্পীকে নিয়ে এমন নিউজ হতে পারে না। আমি শিল্পী সমিতির সভাপতি হিসেবে এর প্রতিবাদ করছি এবং এসব বিষয়ে শিল্পী সমিতিতে কঠোর সিদ্ধান্ত নেব।’
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘শুধু আলমগীর ভাই নয়, আমরা পুরো শিল্পী সমাজ এ ধরনের বিষয়ে বিব্রত। বিষয়টি নিয়ে আমাদের সাধারণ সভায় কঠোর সিদ্ধান্ত নিতে হবে এবং মাননীয় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এর আগে ববিতা ম্যাডাম একাধিকবার প্রতিবাদ করেছেন বিষয়টি নিয়ে, কিন্তু কোনো সুফল আসেনি। যে কারণে আমরা শিল্পীরাই এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেব।’
এর আগে নিজের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও মিথ্যা খবর প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমি শুনেছি সব তারকারই একাধিক ভুয়া অ্যাকাউন্ট থাকে। সেখানে প্রতিদিনই নতুন নতুন পোস্ট দেওয়া হয়। সেটি দেখে নিউজ হতে পারে না। এমন অন্যায়ের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নেব।’ (এনটিভি)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ পিএম, ১৪ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur