তামিম ইকবালকে বেয়াদব বললেন জ.ই.মামুন : অবশেষে ক্ষমা প্রার্থনা

‎Monday, ‎13 ‎July, ‎2015  05:20:04 AM

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক;

জাতীয় ক্রিকেট দলের বাহাতি ওপেনার তামিম ইকবালকে বেয়াদব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও যমুনা টেলিভিশনের হেড অব নিউজ জ.ই মামুন। চলতি বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওডিআই সিরিজের আজকের খেলায় দলীয় ৬ রানের মাথায় রাবাদা’র বলে বোল্ড আইট হয়ে যান। এসময় তামিমের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৫(৭) রান।

বিষয়টি অনলাইনে বেশ আলোচিত হওয়ার পর স্টাটাসটি তুলে নিয়েছেন এবং এর জন্য ক্ষমা চেয়েছেন।

তামিম ইকবাল আইড হওয়ার পর জ.ই মামুন তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন ‘আজ বাংলাদেশ জিতুক আর হারুক, আমার স্টেটমেন্ট ক্লিয়ার: তামিম একটা বেয়াদব!’
উল্লেখ্য, সাংবাদিক জ.ই মামুনের এমন স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে আলোচনার ঝড় ওঠে। নানান জন বিভিন্নভাবে তার এই স্ট্যাটাসের বিপক্ষে মন্তব্য করেন।

ক্ষমা চাওয়ার পরবর্তী স্টাটাসটি ছিল- ‘তামিমকে বেয়াদব বলা আমার ঠিক হয়নি, বলা উচিত ছিলো রং হেডেড। অপ্রয়োজনে অমন ঝুঁকিপূর্ণ শট খেলে আউট হতে দেখলে কার মেজাজ ঠিক থাকে! ধারাভাষ্যকাররাও কিন্তু বারবার এই কথাটাই বলছিলেন। তবু তামিম ভক্তদের কাছে আমি দু:খ প্রকাশ করছি এবং সেই মন্তব্যটি প্রত্যাহার করে নিচ্ছি।

আশাকরি পরের ম্যাচে বাংলাদেশের লাকি গ্রাউন্ড চট্টগ্রামে, নিজের জন্মস্থানে তামিম ঠান্ডা মাথায় খেলবেন এবং দলের জন্য জয় এনে দেবেন। শুভ কামনা তামিম ইকবাল এবং টিম টাইগার্স!’

সাংবাদিক জ.ই.মামুনের আলোচিত ফেসবুক স্টাটাস

চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share