টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের অসাধারণ সেঞ্চুরিতে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ১৮০ রান।
ডাচদের বিপক্ষে অপরাজিত ৮৩ আর আইরিশদের বিপক্ষে ৪৭ রান করা তামিম এ ম্যাচেও নিজের সেরাটা দিয়ে খেলেন। ৩৫ বলে অর্ধশতক পূর্ণ করা বাঁহাতি এ ব্যাটসম্যান ৬০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। অপরাজিত থেকে মাঠ ছাড়া তামিম ৬৩ বলে ১০টি চার আর ৫টি ছক্কায় করেন ১০৩ রান।
বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ ম্যাচে ধর্মশালার মাঠে নামে বাংলাদেশ ও ওমান। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান দলপতি সুলতান আহমেদ। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
ইনিংসের সপ্তম ওভারে বিদায় নেন সৌম্য সরকার। লালচেতার বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ২২ বলে দুটি চারে ১২ রান।
দলীয় ৪২ রানের মাথায় টাইগারদের ওপেনার সৌম্য সরকার বিদায় নিলেও উইকেটে জুটি গড়েন তামিম ইকবাল ও সাব্বির রহমান। ৫৫ বলে ৯৭ রানের জুটি গড়ে বিদায় নেন সাব্বির। ইনিংসের ১৬তম ওভারে বিদায় নেন সাব্বির। এশিয়ার সেরা এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৪৪ রান। মাত্র ২৬ বলে ডানহাতি এই টাইগার ব্যাটসম্যান ৫টি চার আর একটি ছক্কা হাঁকান।
সাব্বিরের বিদায়ের পর তামিমের সঙ্গে জুটি বাধেন সাকিব আল হাসান। এ জুটি থেকে আসে আরও ৪১ রান (২৪ বলে)। সাকিব ৯ বলে দুই চার আর একটি ছক্কায় ১৭ রান করে অপরাজিত থাকেন।
সুপার টেন নিশ্চিত করতে ওমানকে জিততেই হবে টাইগারদের বিপক্ষে। অন্যদিকে, জয় বঞ্চিত হতে চায় না বাংলাদেশও। তবে, বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে বিশ্বমঞ্চের পরের রাউন্ডে চলে যাবে লাল-সবুজরাই। নেট রানরেটে গ্রুপ ‘এ’তে এগিয়ে বাংলাদেশ।
এশিয়া কাপের ফাইনালিস্ট বাংলাদেশ ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে পূর্ণ দুই পয়েন্ট অর্জন করে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চাইলে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পণ্ড হয়। ফলে, টাইগারদের পয়েন্টে ভাগ বসায় আইরিশরা।
দিনের প্রথম ম্যাচে ধর্মশালায় মাঠে নামে বিশ্ব আসর থেকে বিদায় নেওয়া আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। তবে খেলা শুরুর প্রায় ৩০ মিনিট আগে বৃষ্টি নামলে পরে ছয় ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়। নিয়মরক্ষার এ ম্যাচে জয় পায় ডাচরা।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক ||আপডেট: ০৯:৫১ অপরাহ্ন, ১৩ মার্চ ২০১৬, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur