Friday, 01 May, 2015 5:17:26 PM
ঝিনাইদহ করেসপন্ডেন্ট:
ঝিনাইদহের শৈলকূপার দুধসর আশ্রয়ন প্রকল্পের নিকট তামাক বহনকালে করিমনের ঘাড় ভেঙ্গে চালক সহ ৪ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে এটি ঘটে।
আহত তামাক মালিক, মহিউদ্দিন জানান, আমরা শৈলকুপার আনন্দ নগর থেকে ঝিনাইদহ ঝপঝপে যাচ্ছিলাম,এখানে এসে ঘাড় ভেঙ্গে পড়ে গেছে। জানা যাই, করিমন চালক শৈলকূপার ২ নং মির্জাপুর ইউনিয়নের জালিয়াপাড়ার আশ্শাদের পুত্র আঃ রশিদ(২৫), তামাক মালিক ৩ জন হচ্ছে আনন্দনগরের আঃ রহিমের পুত্র মহিউদ্দিন,(৫০) আজিবারের পুত্র মেরু(২৫) আকরামের পুত্র সাবু(২৫)।
মহিউদ্দিন ব্যতিত সকলকে ঝিনাইদহ সদর হাসপালে ভর্তি করা হয়েছে। সাবুর অবস্থা গুরুতর। শৈলকূপা ফায়ার সার্ভিস রোগী হাসপাতালে নেয়। ফায়ার সার্ভিস এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
চাঁদপুর টাইমস/ডিএইচ/জেআরটি/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur