চাঁদপুর সদর দক্ষিণ রঘুনাথপুর জনকল্যাণ বাজার স্কুল মাঠে ৯ নভেম্বর থেকে শুক্রবার (১১ নভেম্বর) পর্যন্ত ৩ দিনব্যাপি তাফসীরুল কুরআন মাহফিল সমাপ্ত হয়েছে।
হিফজুল কুরআন শিক্ষা গভেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ হাফেজ মাও. আসাদুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে তাফসীর প্রেস করেন, খুলনার পীর সাহেব অধ্যক্ষ মাও. ইউনুছ আহমাদ, হাজিগঞ্জের আলহাজ্ব মাও. মু. মাহবুবুর রহমান আশ্রাফী, বগুড়া মুফাচ্ছেরে কুরআন আলহাজ মাও. অব্দুল্লাহ বিন আনিছ, জাতীয় মাসিক আন-নাবা নির্বাহী সম্পাদক হাফেজ মাও. মাকসুদুল রহমান, আল-আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম।
প্রথম দিনে উদ্বোধক হিসেবে তাফসীর প্রেস করেন, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আলহাজ মাও. আবু সাঈদ।
মাহফিলের আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাও. নজির আহমাদ মুফাসসির কুরআন ঢাকা ।
।। আপডটে, বাংলাদশে সময় ৯ : ৪২ পিএম, ১১ নভেম্বর ২০১৬, শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur