চুয়াডাঙ্গায় গত দুই দিন ধরে দেখা নেই সূর্যের। এর ফলে জেলার ওপর দিয়ে বইছে হিমশীতল বাতাস, যা শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিদিনই তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে, আর এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। পরে সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা দেশের মধ্যে সর্বনিম্ন।
শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। শীত থেকে বাঁচতে অনেকেই খোলা জায়গায় ক্ষুদ্র অগ্নিকুণ্ড জ্বালিয়ে বা পর্যাপ্ত গরম কাপড় পরে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন। তবে প্রচণ্ড শীতের কাছে এসব উদ্যোগ অনেক ক্ষেত্রেই অকার্যকর হয়ে পড়ছে, ফলে দিনমজুর ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
এ অবস্থায় স্থানীয় প্রশাসন ও সমাজের সচ্ছল ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন অসহায় মানুষজন।
তাদের প্রত্যাশা, এই দুর্বিষহ সময়ে বিত্তবানরা এগিয়ে এসে গরম কাপড়, কম্বল, খাবার ও অন্য শীতকালীন প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পাশে দাঁড়াবেন। সম্মিলিত উদ্যোগে সহযোগিতার হাত বাড়ানো হলে শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করছেন তারা।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২২ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur