তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, চাঁদপুর শাখার উদ্যোগে সবক প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা প্রধান মো. ইমরান হোসাইন এবং সঞ্চালনা করেন সহকারী শাখা প্রধান হাফেজ মো. আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন—“আমার অনেক ইচ্ছা, আমার সন্তানদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা করানোর। আমি বিশ্বাস করি এ প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করলে তারা ভালো মানুষ ও আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠবে।”
প্রধান আলোচক ছিলেন দারুল ফজল ইসলামিয়া হাফেজিয়া মাদরাসার পরিচালক মাওলানা আবুল হাসনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌর শাখার আমির অ্যাডভোকেট শাহজাহান খান, মাদ্রাসাতুল এশিয়াতুল উলুমের প্রভাষক আফসার উদ্দিন মিয়াজী, বাইতুল আমিন জামে মসজিদের ফ্রেস ইমাম মুফতি আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাউসার আলম এবং প্রবাসী মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র ইশফা এলাহী। শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে। এসময় কায়দা থেকে আমপারায় ২৭ জন শিক্ষার্থী ও আমপারা থেকে নাযেরায় ৭ জন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সবক গ্রহণকারী শিক্ষার্থীদের পরিচিতি ও স্বাগত বক্তব্য প্রদান করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা চাঁদপুর শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. ইমরান হোসাইন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/ ১৯ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur