তানযীমুল উম্মাহ চাঁদপুর শাখার ২২ শিক্ষার্থীকে হিফয সবক প্রদান

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা চাঁদপুর শাখার ২২ জন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়েছে। এর মধ্যে ২০ জন বালক ও ২ জন বালিকা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সবক প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুল মান্নান বলেন, “অন্যান্য মাদরাসার তুলনায় তানযীমুল উম্মাহ একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। এখানে একজন শিক্ষার্থী পবিত্র কুরআন হিফযের পাশাপাশি একই সঙ্গে আলেম ও জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে-বিদেশে যেকোনো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পায়। তারা ভবিষ্যতে হাফেজ, আলেম হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিসিএস ক্যাডার হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা প্রধান মোঃ ইমরান হোসাইন। তিনি জানান, “আজ যাদেরকে হিফয সবক প্রদান করা হয়েছে, তাদেরসহ বর্তমানে হিফয শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৬১ জন। পুরো প্রতিষ্ঠানে বর্তমানে মোট শিক্ষার্থী ২৩৫ জন এবং শিক্ষক রয়েছেন ৩৮ জন।”

তিনি আরও বলেন, “২০২৫ শিক্ষাবর্ষে ৬ জানুয়ারি তানযীমুল উম্মাহ চাঁদপুর শাখার শিক্ষা কার্যক্রম শুরু হয়। চাঁদপুরবাসীর অভূতপূর্ব সাড়া পাওয়ায় স্থান সংকুলান না হওয়ায় আগামী ২০২৬ শিক্ষাবর্ষে দ্বিতীয় শাখা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, নতুন শিক্ষাবর্ষ থেকে বালক ও বালিকা পৃথক শাখায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যাপক হাফেজ মাওলানা সোহাইল আহমদ চিশতী, চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব হাফেজ মাওলানা নিজামুল হক, আল-আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মাওলানা শাহ আলম, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাওলানা ইকরামুল হক, শাহী গ্রুপের পরিচালক মিসবাহুল হক এবং অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন গাজী।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা আকরামুল ইসলাম, মাওলানা মাহদি হাসান ও নাঈম হোসাইন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
১৪ অক্টোবর ২০২৫