তানভীর হুদা পক্ষ থেকে ছেংগারচর পৌর বিএনপির ইফতার মাহফিল

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক তানভীর হুদা শুভর পক্ষ থেকে মঙ্গলবার (২৫ মার্চ) ছেংগারচর পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং ছেংগারচর পৌর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আঃ মান্নান লস্কর।

চাঁদপুর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমনের পরিচালনায় ছেংগারচর পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড কার্যালয়ে পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন ফরাজী, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল ফরাজী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ মানিক ফরাজী,ছেংগারচর পোর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন,বিশিষ্ট সমাজ সেবক মোঃ শরীফ উল্লাহ দর্জি, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, ছেংগারচর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ হান্নান লস্কর, পোর তাঁতী দলের সভাপতি মোঃ আবুল হোসেন প্রধান,এখলাছপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন,গজরা ইউনিয়নের বিএনপি নেতা মামুন প্রমূখ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলোত করেন পৌর যুবদল নেতা মোঃ আবুল কালাম আখন।

এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপি নেতা মাসুদ সরকার, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা, মতলব উত্তর উপজেলা শ্রমিকদলের ধর্মীয় বিষয়ক সম্পাদক ইউসুফ আখন, পৌর যুবদল নেতা রুবেল ঢালী, মোঃ আরিফ লস্কর, মোঃ এরশাদ উল্লাহ, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম- আহবায়ক তামজিম হাসান হৃদয়,পৌর ছাত্রদল নেতা নূরে আলম নিঝুমসহ ছেংগারচর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক তানভীর হুদা শুভর সুস্থতা দীর্ঘায়ু কামনায় বিশেষ৷ মোনাজাত ও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মতলব উত্তর থানা মসজিদ এর পেশ ইমাম মাওলানা মোঃ হাফেজ নওয়াজ শরিফ।

চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেংগারচর পৌর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আঃ মান্নান লস্কর বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ আমাদের বিএনপি নেতাকর্মীর উপর অনেক জুলুম অত্যাচার করেছে। এই ফ্যাসিস্ট আর যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামীলীগের স্থান এই বাংলাদেশে নেই।

তিনি আরও বলেন এই মতলব নূরুল হুদার ঘাঁটি, তার সুযোগ্য পুত্র তানভীর হুদার ঘাঁটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে মনোনয়ন নিয়ে আসবেন এটা মতলবের তৃণমূল বিএনপির প্রাণের দাবী। তিনি একমাত্র মতলবে জনপ্রিয় নেতা। ইনশাআল্লাহ বিএনপি এখন জনগণের আস্থা ও বিশ্বাসের দলে পরিণত হয়েছে। জনগন একন বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই সকল নেতাকর্মীদের জনগণের সাথে সেতু বন্ধন দৃঢ় করতে হবে।

নিজস্ব প্রতিবেদক, ২৫ মার্চ ২০২৫

Share