বর্ণিল আয়োজন এবং উৎসবমূখর পরিবেশে চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুনরাই বদলে দিতে পারে বাংলাদেশকে। তোমাদেরই জাগতে হবে। স্বপ্ন দেখা কখনো ভুলবে না। সমাজের যারা আলোকবর্তি হিসেবে জ্বলেছিলো তারা বেশিরভাগ চাকরিজীবী নয়। আমি বলবো তোমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখো।
তিনি বলেন, এ দেশে যুগে যুগে মহান মহান ব্যক্তিত্বরা এসেছিলেন আবার চলেও গেছেন। তাদের আলোক শিখার জ্বল জ্বল করা থেমে যায় নি। দেশ গড়ার ক্ষেত্রে নিজেদে ভূমিকা রয়েছে। তার জন্যে সকলকে জাগতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন।
এসময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুচকাওয়াজ প্রদর্শণ করা হয়। এছাড়াও প্রধান অতিথির কাছ থেকে মশাল জ্বালিয়ে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা পুরো মাঠ প্রদক্ষিণ করে। এছাদাও মহান ব্যক্ত্বিদের নামকরণ করে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে স্টল প্রদর্শণ করেন। সেখানে দেশিয় নানা ধরণের পিঠার আয়োজন করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩০ জানুয়ারি ২০২৫