যুক্তরাষ্ট্রে তরুণ কবি আনোয়ার কাদেরের ‘স্টেপিং স্টোনস’ প্রকাশিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রতিভাবান কবি আনোয়ার ইব্রাহিম কাদের। সম্প্রতি ‘স্টেপিং স্টোনস’ নামে তার রচিত একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বইটি বাংলাদেশ থেকে প্রকাশ করেছে বেহুলা বাংলা প্রকাশনি।

আনোয়ার ইব্রাহিম কাদের যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ওয়েডিংটন হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। তার পৈত্রিক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে।

‘স্টেপিং স্টোনস’ বা ‘নুড়ি পাথর’ কবিতার বইটি একটি সমাজে বেড়ে ওঠা একটি তরুণ ছেলের অভিজ্ঞতা নিয়ে রচিত। যেখানে তাকে তার নিজের পরিচয়ের পটভূমিতে জীবনকে উপলব্ধি, জীবনের সাথে সামাজিক পারিপার্শিকতা, রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে শিখায়। যা কিনা ভবিষ্যত এবং ইতিবাচকতা সম্পর্কে তারুণ্যের উচ্ছ্বাসকে আরো প্রতিফলিত করবে।

এর আগে লেখক পরিবারে বেড়ে উঠা আনোয়ারের বোন নূর সারাহ কাদেরের রচিত ‘ক্রোম্যাটিক’ নামে একটি বই প্রকাশিত হয় ২০১৯ সালে। বইটি তরুণদের মাঝে ব্যাপক সাঁড়া ফেলে। বর্তমানে নূর সারাহ কাদের যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত। তাদের লেখনীতে বাংলাদেশী সাংস্কৃতিক মূল্যবোধের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয়তাবোধের প্রতিফলন ঘটেছে।

‘স্টেপিং স্টোনস’ বই থেকে আক্ষরিক অনুবাদ করা দুটি কবিতা :

১। অপসারণ

যাবার সময় হলে
আপনাকে প্রস্তুত থাকতে হবে
এবং আপনার অতীতকে ভুলে যান

২। তাদের উড়তে দিন

একটি ধারণা
একটি অনুপ্রেরণা
এটি সব ফ্লাইট নিতে পারে
আপনাকে শুধু কিছু ডানা তৈরি করতে হবে

যখন সেই স্ফুলিঙ্গ
অথবা সেই আলো জ্বলে ওঠে
আপনি জানেন যে আপনি জ্যাকপট আঘাত করেছেন
তোমাকে শুধু উড়তে দিতে হবে

তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে
নতুবা শুরু হবে না
মাটিতে আঠালো পাখির মতো
এটি উড়বে না

আপনি এটি আপনার মস্তিষ্কে আটকে রাখতে পারবেন না
তোমাকে যেতে হবে এটা পালাতে দাও
এবং যদি উড়ে যায়
ব্যর্থ হলেও

কিন্তু এটি আপনাকে থামাবে না
তোমাকে উড়তে দিতে হবে
যদি আপনি বিশ্বাস করেন, এমনকি
একটু খানি
এটি উড়ে যাবে
শুধু তাদের উড়ে যেতে দিন ’

Two poems from ‘Stepping Stones’:

1. Evacuation

When it’s time to go
You will have to get ready
And forget your past

2. Let them fly
An Idea
An inspiration
It can all take flight
You just gotta make Some Wings

When that Spark
Or that light turns on
You know you’ve hit the jackpot
You just gotta let it fly

You gotta believe in yourself
Or else it won’t began
Like a Bird glued to the ground
It won’t fly

You can’t keep it trapped in your brain
You gotta go let it escape
And let if Fly
Even if it fails

But that won’t stop you
You gotta let it fly
For if you believe, even
A little bit
It will fly
Just let them fly

Share