তরুণীসহ আপত্তিকর অবস্থায় ইবি ছাত্র আটক
ঝিনাইদহের রুমী নামের এক মেয়ে কে শারিরীক নির্যাতন করা মামলার আসামী ইবি ছাত্র আতিকুর রহমানকে মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া নিজ গ্রাম থেকে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে ঝিনাইদহ সদর থানা পুলিশ । আটককৃত সে ঐ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, জেলা শহরের হামদহ আলহেরার পাড়ার আহসান হাবীব জোয়ার্দ্দারে মেয়ে উম্মে সালমা রুমীকে শারিরীক নির্যাতন করায় থানায় মামলা দায়ের করে।। নারী নির্যাতন মামলার আসামী ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্র নিজ বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদ পায় তারা। পরে শুক্রবার ভোররাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সেখানে আপত্তিকর অবস্থায় এক তরুণীসহ গ্রেফতার করে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কুতুব উল্যাহ হোসেনের কাছে ওই নারীকে হস্তান্তর করে।
নারী নির্যাতন মামলার আসামীকে তরুণীসহ আপত্তিকর অবস্থায় গ্রেফতার হওয়ায় বিষয়টি ওই এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/TAREQ.jpg” ]জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট [/author]: আপডেট ৮:০৬ পিএম, ৮ মার্চ ২০১৬, শুক্রবার
ডিএইচ