তরুণীর প্রেমের টানে চীনা নাগরিক চাঁদপুরে অতঃপর…
ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের টানে বাংলাদেশী তরুণীকে বিয়ে করতে চাঁদপুরে ছুটে আসেন চীনা নাগরিক ফাং জিং লং (৩৭)। ফাইজা আক্তার (১৭) নামে ওই তরুণীও চীনা যুবককে বিয়ে করতে ঘর থেকে বেরিয়ে আসে তারা চাঁদপুর শহরের হোটেলে অবস্থান করে।
তার বাসা থেকে বের হয়ে আসে। অনেক খোঁজাখুঁজির পর ফাহিজা আক্তারের পরিবার জানতে পারে ফাহিজা আক্তার ও চীনা নাগরিক ফাং জিং লং চাঁদপুর চেয়ারম্যানঘাট পালকি হোটেলে অবস্থান করার জন্য অপেক্ষা করছে। কিন্তু তারা সফল হতে পারেনি।
ফাহিজা আক্তারের পরিবার চাঁদপুর মডেল থানা পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে। পরে পুলিশ চীনা নাগরিক ফাং জিং লংকে তার দেশে চলে যাওয়ার প্রতিশ্রুতিতে নিজ জিম্মায় এবং ফাহিজা আক্তারকে অভিভাবকের জিম্মায় তুলে দেয়। ফাইজা আক্তার চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামের ফারুক হোসেনের মেয়ে।
ফাইজার পরিবার সূত্রে জানা যায়, ২০ ডিসেম্বর ফাহিজা আক্তার তার বাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার পরিবার জানতে পারে সে চীনা নাগরিক ফাং জিং লং এর জন্য চাঁদপুর চেয়ারম্যানঘাট পালকি হোটেলে অবস্থান করছে। ফাহিজা আক্তারের মা ফাতেমা বেগম চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করল।
পরবর্তীতে ২২ ডিসেম্বর রাত পৌনে ১২টায় চাঁদপুর মডেল থানা পুলিশ উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে চীনা নাগরিক ও বাংলাদেশী যুবতীর নিরাপত্তায় তাদেরকে সদর মডেল থানা পুলিশ হেফাজতে নেয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, উভয় বিগত এক বছর যাবত মোবাইলে চ্যাটিংয়ের মাধ্যমে পরস্পরের পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, চীনা নাগরিক ফাং জিং লংকে তার দেশে চলে যাওয়ার শর্তে নিজ জিম্মায় এবং ফাহিজা আক্তারকে অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৪ ডিসেম্বর ২০২৫