গ্রামের এক ধনাঢ্য ব্যবসায়ীর বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান। আমন্ত্রণ জানানো হয়েছে গ্রামের সবাইকে। বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় সংসদ সদস্যকেও। দিনভর খাওয়া-ধাওয়ার পর রাতে সর্বসাধারণের মনোরঞ্জনের জন্য মঞ্চ করে আয়োজন করা হয়েছিল নাচ, গান, অর্কেস্ট্রার।
বিপত্তিটা ঘটে এখানেই। রাত যত নামছে, ততই যেন মাত্রাছাড়া হচ্ছে অশ্লীলতা। দৃষ্টিকটূ ভঙ্গিতে মঞ্চে নাচছেন দুই তরুণী। উড়ছে টাকা, শিসের শব্দ, গালিগালাজ, তরুণীদের শরীরে হাত দেয়ার চেষ্টা, সবই তখন পান্তা-ভাত।
এদিকে মঞ্চে বসে বসে এসব দেখছিলেন ভারতের বিহারের বড়হরিয়া কেন্দ্রের সংসদ সদস্য শ্যাম বাহাদুর সিং। বয়সে বৃদ্ধ হলেও তিনিও লোভ সামলাতে পারেননি। তরুণীদের সঙ্গে নেমে পড়েন তিনিও। জুতা জোড়া খুলে কোমর দোলাতে শুরু করলেন। প্রায় আড়াই মিনিট ধরে নাচলেন একটানা। নাচের সময় অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি করতেও দেখা গেছে তাকে।
গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ওই এলাকার সুরহিয়া গ্রামে।
দলের পার্লামেন্ট সদস্যর অশ্লীল নাচের এই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছে শাসকদল জেডিইউ। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একবার প্রকাশ্য মঞ্চে তরুণীদের সঙ্গে অশ্লীলভাবে নেচে বিতর্কের মুখে পড়েছিলেন শ্যাম বাহাদুর সিং।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ১৮ জুলাই ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur