চাঁদপুরের কচুয়ায় তরুণীকে উত্যক্তের (ইভটিজিংয়ের) দায়ে সোমবার (১৫ আগস্ট) রাতে যুবকের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আশরাফ হোসেন এ রায় প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্ত যুবকের নাম মো. সোহেল রানা (২৮)। সে পৌর এলাকার পলাশপুরে গ্রামের মো. কাজী আবদুল গফুরের পুত্র।
জানা গেছে, কারাদন্ড প্রাপ্ত যুবক সোহেল রানা একই এলাকার কোয়া গ্রামের তিন্নি (ছদ্মনাম) আক্তারকে বিভিন্ন সময় উক্ত্যক্ত করে আসছে। এতে তিন্নি বাদী হয়ে কচুয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছির উদ্দিন ওই দিন সন্ধ্যায় তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত সোহেল রানাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।
কচুয়া করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ পিএম, ১৬ আগস্ট ২০১৬, মঙ্গলবার
ডিএইচ