চাঁদপুর

‘তরুণদেরকে বিভ্রান্তের পথ থেকে দূরে রাখার মাধ্যম খেলাধুলা’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, তরুণ সমাজকে বিভ্রান্তের পথ থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে এ খেলাধুলা। বর্তমানে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ যেভাবে চারদিকে ছড়িয়ে পড়ছে সেসব ভয়াবহতা থেকে যুবসমাজকে আলোর পথে নিয়ে আসার জন্য খেলাধুলার বিকল্প নেই।’

সোমবার (৩১ জুলাই) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। এসময় সাবেক নির্বাচন কমিশনার শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য সম্পাদক ইঞ্জিঃ আব্দুর রব, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী।

প্রধান অতিথির বক্তব্যে সুজিত রায় নন্দী বলেন, ‘এই ফরক্কাবাদ এলাকার একটি ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আমরা এই ইতিহাস ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করতে চাই। আর আজকের এই ফুটবল খেলাটি হচ্ছে তার একটি অন্যতম নিদর্শন।’

তিনি বলেন, ‘আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই ফরক্কাবাদ এলাকাসহ পুরো চাঁদপুর জেলাকে মেধা ও মননশীলতার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই। গত কয়েদদিন আগে এই এলাকার সূর্যরায় সপ্রবি বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সদর থানায় চ্যাম্পিয়ন হয়েছে। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আগামিতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনতে চাই। এজন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নিতে হবে। এসব কর্মকান্ডে যুবসমাজকে আরো বেশী অংশ গ্রহণ করার সুযোগ দিতে হবে।’

খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘খেলাধুলাই জয়-পরাজয় থাকবেই। ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে তোমাদের মাঝে প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। খেলায় অংশগ্রহণ করা প্রতিটি খেলোয়াড় নিয়মনীতি মেনে খেলার কার্যক্রম পরিচালনা করবেন।

ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান মিয়াজীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক উল্যাহ পাটওয়ারী, ফরিদগঞ্জ গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য উপম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান পাটওয়ারী, জেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, টুর্নামেন্ট কমিটির সদস্য হাজী রফিকুল ইসলাম মিজি, জাকির তালুকদার, ডা. সোহেল, আমিন গাজী, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর মিয়াজী প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ৮: ১০ পিএম, ৩১ জুলাই ২০১৭, সোমবার
ডিএইচ

Share