ডেস্ক:
সমকামিতা নিয়ে প্রচলিত গোঁড়া ধারনার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে একটি বিশেষ ভিডিও তৈরি করল সিনেম্যাডভিসন।
ভিডিওতে একটি তরুণীকে এক তরুণকে উত্তেজিত করার সর্বোচ্চ চেষ্টা করতে দেখা যাচ্ছে। কিন্তু সফল হলেন না।
সম্প্রতি স্বামী সমকামী জেনে এইমসের চিকিৎসক প্রিয়া বেদী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এরই প্রেক্ষাপটে এই ভিডিও।
আমাদের আইন, আমাদের সমাজ সমকামীদের একটি মিথ্যার জগতে বসবাস করতে বাধ্য করে। এই মিথ্যাচার আমাদের সহনশীলতার থেকে অনেক বেশি তাত্পর্যপূর্ণ। সেক্ষেত্রে এই ভিডিওটি চোখ খুলে দিতে পারে। বুঝতে পারা যায়, সমকামিতা স্বাভাবিক। কেউ এই প্রবণতা পরিবর্তন করতে পারে না।
https://youtu.be/Vit_u7IHhpw
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur