সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই। তরুণরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারে বলে মনে করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
একটি সুন্দর টুর্ণামেন্ট আয়োজন করায় ইয়ুথ ক্লাবের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে রোমান আরও বলেন, ‘খেলাধুলা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এর মধ্যে দিয়ে তরুণ সমাজ স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে বিরত থাকে। প্রতিবছর এধরনের টুর্ণামেন্ট আয়োজন করলে তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দেন।’
ইয়ুথ ক্লাবের সভাপতি সাবেক ছাত্রনেতা সুমন আহমেদের সভাপতিত্বে ও ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি ও ১২ নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিন ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম রিপনের পরিচালানায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শাহদাত হোসেন। অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিফোনে সংযুক্ত হন ঢাকা মেট্রো পলিটনের উপ-অতিরক্ত পুলিশ কমিশনার, আফছার উদ্দীন খাঁন।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, ঢাকা মহানগর শাহবাগ থানা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান পাটাওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান সবুজ। সভায় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুব মহিলা লীগ নেত্রী নাহার ভূইয়া, ১০নং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহির ভূইয়া, ব্যবসায়ী ও সমাজসেবক আজাদ হোসেন মিজি, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য যুবনেতা আব্দুস সাত্তার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন শরীফ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, ফারুক পাটাওয়ারী, আকাশ মোল্লা, সোহাগ হোসেন বেপারি, ছাত্রলীগ নেতা নূর হোসেন সবুজ, সাইফুর রহমান শাকিল, ফয়সাল হোসেন পাপ্পু, মামুনুর রশিদ, রায়হায় ভূইয়া, শাকিল আহম্মেদ, মোশারফ হোসেন, মামুন, ইব্রাহীম, অভিক চন্দ্র দাশ, সাকিব হোসাইন, মোঃ রাকিব, ইব্রাহীম পাটাওয়ারী, বিরামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল মিজি, ইয়ুথ ক্লাবে সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, নাছির শেখ, সেলিম পাটাওয়ারী, ব্যবসায়ী মনির হোসেন মিজি, নাঈম হোসেন। খেলা পরিচালানা করেন ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দেওয়ান, কাউসার আলম সুমন, হারুন গাজী, রাজু মোল্লা, মামুন গাজীসহ আরো অনেকে।
ফাইনাল খেলায় রায়পুর রাইডার্স কে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রায়পুর নিউ ন্যাশনাল ক্লাব।
ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট, ৬ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur